আল্লাহর নেয়ামত অফুরন্ত
শেষ করতে পারবেনা
চির জীবন,
আল্লাহর কাছে যতই চাবি
ততই পাবি!
আল্লাহ যে দয়ার তরি
তিনি সবকিছু করেছেন
আমাদের জন্য তৈয়ারী।
আমরা তার নেয়ামত খাই
তবু করি না তার শোকর আমরা!
আমরা যে তার গুনাগার বান্দা
শুধু করি অপরের খাওয়ার ধান্দা?
১ মহরম ১৪৩৩হিঃ
১৩অগ্রহায়ণ ১৪১৮ বাংলা
২৭ নভেম্বর ২০১১
রোজঃ রবিবার