মণিকা তোমার অলীক চুমু খেয়ে কি লাভ,
তোমার অলীক চুমু
দেহে-মনে বাড়ায় শুধু উত্তাপ?
মণিকা তোমায় চাই খুব
তোমার প্রেমে মন দিয়েছে যে ডুব,
মণিকা তোমাকে ভাবি ক্ষণে ক্ষণে
জানি না কোন ভালবাসার টানে?
মণিকা তুমি কি আমায় চাও
না তোমার মনের অলীক প্রেম বাও?
তুমি কি আসবে এই বঙ্গে
চিরজীবন থাকবে আমার সঙ্গে?
মণিকা তুমি থাকবে তোমার মতো
তোমার ধর্মের সঙ্গে,
আমি থাকবো আমার ধর্মে
তোমার-আমার ভালবাসার রঙে?
মণিকা তোমাতে মত্ত হয়ে
করছি না তো ভুল?
জাত- পাত সব খেয়ে
তোমাতে হয়েছি মশগুল!
.....
সুন্দরগঞ্জ, রংপুর, বাংলাদেশ