যে চুমুতে মনে ভালবাসা জন্মে
মনের কালিমা লোপ পায়
মনের সরোবরে প্রেম পদ্ম ফোঁটে,
সেই রকম একটি পাওয়ারফুল
চুমু দিতে চাই।
.
যে চুমুতে তুমি দিনমান আমায়
স্মরণ করবে,
ঠিক সেই রকম একটি চুমু দিতে চাই
তোমার রক্তিম ঠোঁটে।
.
যে চুমুতে তুমি তোমার
আত্মার কাছে হেরে যাবে ঠিক
সেই রকম একটি চুমু দিতে চাই।
.
যে চুমুতে তোমার মস্তিষ্কে
ভালবাসা ঝড় বইবে
ঠিক এমন একটি চুমু দিতে চাই,
যে চুমুতে তোমার ভালবাসার আয়ু বাড়বে
ঠিক সেই রকম একটি চুমু দিতে চাই।
.
যে চুমুতে তোমার- আমার
মিলন হবে,
ঠিক সেই রকম একটি
রোমান্টিক চুমু দিতে চাই?
.
যে চুমুতে তোমার-আমার প্রেম
চির অম্লান হবে
ঠিক সেই রকম একটি চুমু দিতে চাই....