একটা চুম্মা দাও আমায়
আমি দিবো তোমায় দশটা দিবো ফ্রি,
ভালবাসা দিয়ে পাগল বানাবো
শরীরে উঠবে শিরশিরি।
একটা চুম্মা দাও আমায়
হবে তোমার লাজ মোচন,
আমি তোমায় ছুঁয়ে দিয়ে
যৌনপাপ করবো শোষণ।
একটা চুম্মা দাও
পাবে সুখ শান্তি,
ভালবাসার মাঝে থাকবে না আর
কোন ভুল- ভ্রান্তি।
একটা চুম্মা দাও আমায়
করো না আর ছল,
তোমার চুম্মা পেলে
আমার কাজে-কর্মে বাড়বে বল।
একটা চুম্মা দাও আমায়
তুমি যে আমার চিত্ত,
তোমার চুম্মা না পেলে
দুঃখ থাকবে আমার নিত্য..