একদিন চলে যাবো
না ফেরার দেশে,
তবে আশা ধর্মীয় লেবাস
পরে যেন না যাই
না ফেরার দেশে।
হে আমার স্রষ্টা
আমি যেদিন
মানুষ হবো
সেদিন আমাকে পাঠিও
না ফেরার দেশে।
আমি মুসলিম, হিন্দু,বৌদ্ধ, ক্রিশ্চান
কোন ধর্মের লেবাস পরে
না ফেরার দেশে
যেতে চাই না,
আমাকে মানুষ বানাও
তারপর...
আমাকে এমন মানুষ বানাও
যে মানুষ কখনো
ধর্মের বড়াই করে না
যে মানুষ নিজের ধর্ম কে
শ্রেষ্ঠ করতে
অন্য ধর্মের উপর স্টিমরোলার চালায় না।
আমাকে এমন মানুষ বানাও
যে মানুষ কখনো
মানুষের মাঝে ধর্মের বিভেদ সৃষ্টি করে না।
আমাকে এমন মানুষ বানাও
যে মানুষ ধর্ম কে পর্যদুস্ত করতে পারে।
মানুষের মাঝে যেন
ধর্মের ব্যবহার না থাকে।
আমাকে এমন মানুষ বানাও
যেন ধর্মের গোঁড়ামি থেকে
মানুষ কে রক্ষা করতে পারি...