এদেশে থেকে কি লাভ
এদেশে থাকাই যেন পাপ,
এদেশ তো আমার নয়
এদেশে থাকতে লাগে ভয়।
এদেশ আ.লীগ'র
এদেশ বিএনপি'র
এদেশ জামাত'র
এদেশ তো জনগণের নয়।
এদেশের শাসক দল
বিরোধী দল সবাই এক,
ক্ষমতার মোহে হট্টগোল করে
জনগণ পায় অগ্নি ছ্যাঁক।
এদেশের কোন দল
জনগণের কথা ভাবে না,
জনগণ কি খায়
জনগণের হালচাল কেউ রাখে না।
এদেশ আমার নয়
এদেশ জনগণের নয়,
এদেশ আ.লীগ'র
বিএনপি'র - জামাত'র।
05/11/2023
11:23 am