সুবোধ বুঝি যায়নি কোথাও পালিয়ে
হয়তো আছে লুকিয়ে,
পথে ঘাটে তেপান্তরের মাঠে
মাঝে মাঝে তবুও দেখা পায় সুবোধের।
সেদিন হয়তো বেশি দূরে নয়
আসবে,
হটাৎ সেদিন দরজা খুলে দেখবো
মানবতা বুকে জড়িয়ে, হাতে ধরে ন্যায়
মাথায় নিয়ে বিবেক,
সুবোধ আছে দাঁড়িয়ে।
পায়ের তলায় দলে দিয়েছে
অন্যায়, অত্যাচার, ঘূষ, দুর্নীতি বিবেক হীনতা
যা ছিলো এ সমাজের পেটের মাঝে লুকিয়ে।
আশা মনে তোমা আমা হতে
এখনো সুবোধ, যায়নি কোথাও পালিয়ে
অন্ধকারে বদ্ধ ঘরে তাকাও নিজের পানে
হয়তো বা সুবোধ লুকিয়ে আছে সকলে রই অন্তরে।
সুবোধরে তুই আয় ফিরে আয়
করিসনে আর দেরি,
তোর বিহনে এ সমাজের
পড়ছে পায়ে বেড়ি।
আসবি রে তুই ভাঙ্গবি দেয়াল
যাগবে তখন মনের খেয়াল
হাঁটবে সকলে সঠিক পথে
থাকবে না আর কোন বিভেদ
তোর আমার সকলের মতে।