হঠাৎ কখন মৃত্যু এসে করবে শুরু টানা
এই কথাটা সত্যি বড়, আর সকলের জানা।
ওপারের সব ভাবনা গুলোও দেয় না মনে হানা
করার সময় করছি আমরা যা কিছু সব মানা।
এই জীবনের সবটুকু সুখ এটাই যেন মুল,
সুখের নেশায় দৌড়ে আমরা করছি বড় ভুল।
সুখের দাতা সেই যে মালিক,তাই দৌড়ানো বড়ই অলিক
কর তুমি তাকেই স্মরণ, যাহার হাতেই জীবন মরন
দুঃখ সুখও দেন যে তিনি, সকল গুণের উর্ধে যিনি
তাহার কাছেই আপন মনে নিজেকে কর সমর্পণ
দেওয়ার মালিক উনিই যখন দেবেন তোমার প্রাপ্য ধন।
তারই কৃপা লাভের মাঝেই জাগবে মনে পরম সুখ,
তারই উপর নির্ভরতায় উজ্জ্বল হবেই তোমার মুখ।