ফোন নিয়ে আমি খুব আছি যে জ্বলাতে
না পারছি ফোন ফেলে দূরে কোথাও পালাতে,
ফোনে আমার আসে যে কল টেক্সট হর রোজ
ফোন দিয়েই নিতে হয় বাবা-মার রোজ খোঁজ।
ফোন দিয়েই হয় আমার অফিসের গোটা কাজ
ফোন হাতে দেখলে তবুও বসের মাথায় পরে বাজ।
ফোনে ফোনে আছে সব ফেসবুক ইউটিউব
বিনোদনের জন্য তাই এর মাঝেই দেই ডুব,
বিনোদনে দিয়ে ডুব তলিয়ে যায় অতলে
রাত্রি পেরিয়ে গেলে ঘুম আসে সকালে।
ক্লান্ত শরীরে মন সকালে উঠিতে হয় ভীষণ নারাজ
ক্লান্তির ফাঁদে বেঁধে পরে থাকে কত কাজ,
ফাঁদে জড়িয়ে হয় সফলতার মৃত্যু
কবে ফোন যাবে বলো ছেড়ে ভূম তীর্থ ।