রঙিন আকাশ কালো মেঘে ঢাকা
তাতে নেই আজ সূর্যালোকের দেখা,
ঘরের জানালা ভেদে নাই আলোর ছোটাছুটি
যাচ্ছে সময় ঘুমের মধ্যে তাই লুটোপুটি।
শরীর জুড়ে আবশাদ, রঙ হারাবার ভয়
সূর্যালোকের আলো হীনে জীবন হচ্ছে ক্ষয়।
মেঘের কালো হটিয়ে যখন আলোর দেখা মেলে
জানালা ভেদে আলোক রশ্মি সব ঘরের মধ্যে খেলে,
রশ্মির ঐ আলোকে মেখে হচ্ছে শক্তি সঞ্চয়
মনের মধ্যে গাইছে গীতি, হোক আলোকের জয়।