কোথা হতে যে ধেয়ে এলো এক দমকা ঝড়ো হাওয়া
প্রেয়সী পূর্ণিমার চাঁদ, বায়না তার- বৃষ্টিতে ভিজবার...
বোকা ঝড়ো হাওয়া! কবির কি সাধ্য আছে, চাঁদ ভেজাবার!
আমি নির্বোধ কবি...নিরবতাই আমার নিয়তি...
মেঘ হেসেছিল অট্টহাসি- চাঁদের চিরশত্রু...
প্রতি অমাবস্যায় সে বৃষ্টি নামায়, বিজলি চমকিয়ে হাসে-
বোকা বাতাস বৃথাই ভাবে, সব মেঘ ভাসিয়ে দেবে...
মেঘ আরো ডেকে আনে সন্ত্রাসী মেঘের দল...
কবি ক্ষেপে ওঠে...হাতের কলম দিয়ে ফুটো করে আঙ্গুল...
ঝড়ো হাওয়া দমকা ছোটে- কবির রক্ত সাথে...
ভিসুভিয়াসের কপালে চুমু খায়...
সেই উন্মত্ত ঝড়ো উষ্ণ হাওয়া
মেঘের উপর ঝাপিয়ে পড়ে এক জোছনায়...
সাদা-কালো মেঘগুলো সব গলে গলে যায়...
দিগন্ত বিস্তৃত হ্রদের আয়নায় ছায়া পড়ে মাঝরাতে...
চাঁদকে ভিজতে দেখে চাঁদ হাসে কিশোরীর খিলখিল
দমকা হাওয়াও হাসে, বিজয়ের হাসি...
কবি দেখে, নিরবে হাসে...