আবারো ঝড় উঠেছে পথিকের দৃপ্ত পায়ে...
কিছুই রেখে যাচ্ছে না সে, পদচিহ্নও নয়...
ধূলির ঘুর্ণি পিছু নিয়েছিল প্রথম থেকেই
যেন একান্তই বাধ্যগত এক ধূষর কুকুর...
শত বর্ষের অভিজ্ঞ-ক্লান্ত পথটার ভবিষ্যতবানী
আজ মিথ্যা হবে বলেই- নিশ্চিন্তে বাজী ধরেছিলো অন্ধ দাঁড়কাকটা...
বুড়ো বটগাছ তার দীঘল ঝুরি নেড়ে হাসতে হাসতে লুটিয়ে পড়েছিলো...
মাঝ গগনে তৃষ্ণার্ত সূর্যটা, পুরো সমুদ্রকে শুষে নেয়া হয়নি তখনো...
দীর্ঘশ্বাসের কাধে ভর দিয়ে অবিরাম ছুটে চলা বাতাস...
ঘোষণা দিয়েছিলো- সে সর্বদাই বিজিত দলের পক্ষে...
উত্তেজিত মেঘগুলো, বৃষ্টি হয়ে আছড়ে পড়ার আগ মুহূর্তেও খেয়াল করেনি-
কখন যেন চলে গিয়েছিলো- সুর্যের আরো কাছে...
নির্বিকার পথিকের মনে কেবলই- দক্ষিণ...
নিঃসঙ্গ এক দ্বিপের ছবি...
অথৈ নোনা জলের প্রাচীরে ঘেরা নিঃসঙ্গ প্রিয়তমাকে-
আজ মুক্তি না দিলেই নয়...