আড়মোড়া ভেঙ্গে জেগে ওঠা আরো একটা স্যাঁতস্যাঁতে সকাল...
প্রতিক্ষার সুক্ষ্ণ সুতোর উপর এক পায়ে স্থির দাড়িয়ে
ভারসাম্য ধরে রাখার দিন...
দায়িত্বের ভারী বোঝাটা কাঁধে নিয়েও-
ওজনহীনতা অনুভব করার মাত্রই শুরু...
সহস্র অপেক্ষার সুদীর্ঘ উপন্যাস থেকে একে একে উঠে আসে...
ভালোবাসার ধোঁয়াটে অপেক্ষা...বৃষ্টি বিলাসিত অপেক্ষা...
আর থলে ভর্তি টাকার বিপদজনক অপেক্ষারা...
আজ অবশ্য ঘুম থেকে উঠেই বৃষ্টি...
তাই বৃষ্টির জন্য আজ-
প্রতীক্ষিত কোন উপহার বরাদ্দ রাখার প্রতিজ্ঞা ছিলো না...
তবুও আছে...প্রতি বর্গফুট শরীরে,
এক ইঞ্চি ব্যাসের অসুরিক ফোঁটাগুলোর অঝোর পতনের অপেক্ষা...
রাহুর বলয়গ্রাসী অভিশপ্ত শনিবার আজ...
ভালোবাসার আজ লোহার খাঁচায় বন্দী থাকার দিন...
জানি না কোথায়...তবে অনুভব করি...বেঁচে আছে এখনো-
সহসা আবির্ভূত কোন এক কাকতালীয় ঘটনার-
অশরীরি অস্তিত্বের গোপন অপেক্ষা...
২১ তারিখ...ছুটির দিন...বাইরে ঝমঝম বৃষ্টি...
দুপুরে হয়তো খিচুরিই খাওয়া হবে...
টাকা-ভর্তি থলেটার অনর্থক অপেক্ষাটাকে-
আজ ছুটি দিয়ে দেয়াই যায়!
যদিও আষাঢ়ের এই মেঘলা-বাদল দিনে-
আকস্মিক, ভীষণ-দমকা-ঝড়ো হাওয়ার যাদুকরী মন্ত্রবলে,
কিছু চকচকে নোট যদি জানালার ফাঁক গলে-
আমার এই বিছানাটাকেই খুঁজে নেয়,
আমি অবশ্যই বিরক্ত হবো না...