আর এক পা এগুলেই স্বর্গটাকে ছুঁয়ে দেয়া যায়...!
...কোন নিশ্চয়তা নেই...নরক হলেও অবাক হবার কিছু থাকবে না...
আমি কেবল ইতিহাসের একটা সাদা পাতার খবর জানি...
যেখানে একটা কালো মানুষের অনেকদিনের মৃতপ্রায় স্বপ্নগুলো,
কতো সহজেই আবারো...একফোঁটা দীর্ঘশ্বাসের ভরসায়-
জমিয়েছিলো হিমালয় ডিঙানোর দুঃসাহস...
...তারপর স্বর্গের দরজায় হাত রেখে চমকে ভেবেছিলো-
"কেন কেবল ভুল করতেই এতো ভালো লাগে...!"
যদিও ভুল করা হয়নি সেবারও...
তখনো যে "মানুষ" হওয়াই হয়ে ওঠে নি...!
জন্মান্তরের কালজয়ী অক্লান্ত সাধনারা-
তাকে নির্ভুল ঈশ্বর বানাতে পারেনি কখনোই...
বরং কাপুরুষ করে তুলেছিলো, জয় করতে দেয়নি-
মানুষের মতো, আজীবন ভুল করার দুর্লভ ক্ষমতা।