তুই কেবল আমাকে ভালোবাসবি...বাসতেই থাকবি খুব করে...
নিরাপত্তার কোমল বলয় হয়ে আষ্ঠে-পৃষ্ঠে জড়িয়ে রাখবি,
সদ্য-ফোঁটা রক্তিম গোলাপের সামান্য একটা কাঁটাও, নিছক দুর্ঘটনার শিকার হয়ে-
আলতো ছু্ঁয়ে দেয়ার অনুমতি পাবে না কিছুতেই...
পৃথিবীর সব কালো কালিও লিখতে পারবে না কোন কলঙ্কিত ইতিহাস...
পবিত্রকে প্রশ্নবিদ্ধ করে পঙ্কিল করার, সামান্য সুযোগও পাবে না কোন নরাধম।
আর আমি?
আমার গর্বিত স্বত্ত্বা ক্লিওপেট্রার অর্জনকেও ছুড়ে ফেলবে- ফুটপাতের সস্তায়,
তোর দেখানো আধো-স্বপ্নগুলোকে পূর্ণতা দেবো-
উঁচু সেই পাহাড়ের নীলচে-সবুজ চোখে চোখ রেখে...
অবিরাম 'সুখ-বৃষ্টি' থেকে কিছু কিছু সুখ জমিয়ে রাখবো,
আর এক-ফোঁটা সুখের অভাবে তোর মৃতপ্রায় ভালোবাসারা-
যখন ধেয়ে যাবে নিশ্চিত মৃত্যুর খুব কাছে-
ঠিক তখনি, ঝড় তুলবো...তোর আজন্ম তৃষ্ণার্ত ঐ সাগরের বুকে...
না...না...ভালোবাসা দিতে-টিতে পারবো না...!!!
পারবো না করতে চিরকাল সঙ্গ দেয়ার প্রতিজ্ঞাও...
আমি আগুন...আমি কেবল জ্বালাতেই পারবো...!!
পুড়ে পুড়ে এক সময় হয়তো ছাই হবি...
এবং অবধারিত ভাবেই, আবারো- ফিরে আসবি...
কখনো কি আকাশকে ছেড়ে পালাতে পেরেছে কোন মেঘ...!
অক্সিজেন কি বারবারই ফিরে আসে নি হাইড্রোজেনের কাছে!
আর ধরায় কি ঝরেনি অঝর বারিধারা...কখনো শীতল হয়ে...
কখনো উষ্ণ...আরো নোনতা হয়ে...!!