দুঃখ ভাগ করে নাও দুঃখ কমে যাবে।
কিঞ্চিৎ তব নব দুঃখে কিছুই হবে না।
সেই দুঃখ জীবনকে নোয়াতে জানেনা।
বরং কর্তব্য সাধনে আত্ম তৃপ্তি পাবে।
সুখ ভাগ করে দাও সুখ বেড়ে যাবে।
কোন সুখ বিসর্জনে প্রশান্তি কমে না।
সেই সুখের গমন আধার ডাকে না।
বরং সুখ উপহারে আত্ম তৃপ্তি পাবে।
মোরা পৃথীবিতে সবে একই মানুষ।
একজন'ই মোদের মহৎ আদি পিতা।
ভ্রাতৃত্ব বোধে উচিত রাখা সদ্য হুশ।
নয়ত হবেনা তব মনুষ্যত্বে জিতা।
আজ তুমি রবে পাশে যে ব্যাক্তির নাশে।
কাল বিপদে দেখবে সে তোমার পাশে।
ঢাকা ১২/০৩/২০১৬