আমি জানি তুমি নিজে কখনো,
আমাকে কোন কাজে প্রেরণা দাওনি।
কিন্তু তবু পেয়েছি উপহার একটি প্রেরণার বন।
যেখানে প্রেরণা নামের সবুজ বৃক্ষগুলো,
প্রাকৃতিক নিয়মেই করছে বংশবিস্তার সারাক্ষন।
আমি জানি তুমি নিজে কখনো,
তোমাকে জয় করতে কোন আস্থা দাওনি।
কিন্তু তবু পেয়ছি উপহার একটি আস্থার দিপন।
যার আস্থা নামের উজ্জল দীপ্তিগুলো,
শত শত কাজের আস্থা জোগায় এখন।
আমি জানি, তুমি নিজে কখনো,
আমার দুই চোঁখের অশ্রু হয়ে আসনি,
কিন্তু তবু পেয়েছি উপহার একটি শোকাশ্রুর জলাধার।
যার অশ্রু নামের ছলছল জলগুলো,
বৃষ্টিতে বাড়ে, আবার নিচ থেকেও ওঠে জোয়ার।
আমি জানি তুমি নিজে কখনো,
আমাকে অসহ্য যাতনা দিতে চাওনি।
কিন্তু তবু পেয়েছি উপহার একটি যাতনার পাহাড়।
যার বিস্তৃতি এত বিশাল ছিলো,
সহস্র শ্রমিক শ্রম দিয়েও এখনো পারেনি করতে উজাড়।