পা ভেজাতে চাইলাম শীতের শিশিরে,
মাতাব বলে হৃদয়, তার ঠান্ডা স্পর্শে।
লিখব বলে কবিতা, আজি তার হর্ষে।
আমি যবে জুতা খুলে পা দিব শিশিরে,
তার পুর্বেই ঘটল ঘটনা অচিরে।
হঠাৎ চেয়ে দেখি আমি চোখে ফুল সর্ষে।
ঝড়ো ঝড়ো শিলাবৃষ্টি বর্ষে আর বর্ষে।
শিশির হল বিলিন পানিদের ভিরে।
কাম্য ছিল হৃদ-মাঝে পুলক আনব।
কিন্তু যন্ত্রনা পেলাম শিলার আঘাতে।
ইচ্ছে ছিল স্ফুর্তিময়ী কবিতা লিখব।
সে ইচ্ছেটা ভষ্ম হল ভাগ্যের লেখাতে।
তবুও থেমে থাকেনি কবিতা রচন।
কবিতায় যুক্ত হল বেদন-বচন।
____Dhaka 15.03.2015