কখনো রাতে ভয়াল কালো অন্ধকারে,
একটু খানি মিনমিনে আলোর সন্ধানে,
ছুটে চলেছিলে তুমি দিগ্বিদিক-স্থানে?
তাতে মন মেতেছিল কত হাহাকারে?
কখনো মরুভূমির উতপ্ত পাথারে,
তৃষ্ণা মেটাতে একটু পানির সন্ধানে,
ছুটে চলেছিলে তুমি দিগ্বিদিক-স্থানে?
না পেয়ে যন্ত্রনা হৃদে কত বেশী বাড়ে?
আমাতে তব শুন্যতা, ফেলে দিচ্ছে দহে ;
মন আজ হাহাকারের স্পন্দনে তেমনি ;
হৃদ যন্ত্রনে কাতর, অসহ্য বিরহে।
তবু তুমি দিগ্বিদিকে ছুটতে দেখনি।
কারন আমাকে থেমে দিচ্ছে বারবার,
অসাড় বহিঃপ্রকাশ তোমার ইচ্ছার।