হে কাব্যিক মাইকেল মধুসুধন দত্ত,
বিষ্ময়ের অকাট্য পটে স্থান তোমার।
নির্বাক আমি ; চক্ষুদ্বয় স্থির আমার।
কত কাঠিন্য রচনে তুমি ছিলে মত্ত!
তাই পেয়েছ মর্যাদা ও মহা মহত্ত্ব।
কত গম্ভীর ও অধির ভাব তোমার!
কত খেলেছ খেলা ছন্দ পর্ব মাত্রার!
করেছ মোদের অমুল্য কাব্য প্রদত্ত।
কপোতাক্ষ নদ সনেট তোমার লেখা।
তা আমি পাঠ্য পুস্তকে পড়েছি প্রথম।
আমিও সনেট লিখতে চেষ্টিছি একা।
চারদিনে চেষ্টা করে হয়েছি সক্ষম।
সেই সাফল্যে সংস্কৃতির সহিত সন্ধি ;
খাতা কলম অভিধানের দ্বায়ে বন্দি।