যারা লক্ষ্যপথে অটুট-অভিলাষী,
তারা ভয়কে করবেই তো জয়।
যেটুকু আলো দেখেও আমরা বলবো অন্ধোকার
সেটুকু আলো না থেকেও তারা মনে করবে দীপ্তিময়।
আমরা শুধু কল্পনা নিয়েই ব্যস্ত ।
আর তারা কল্পনাকে বাস্তব করতে ব্যস্ত ।
চোঁখ খুলে রাখ,দেখবে আজ যারা লড়ছে তাদের সাথে,
তারা হবেই একদিন পরাস্ত।
আমরা চলতে চাই সহজ পথে।
আর তারা চলতে চায় সুদুস্তর পথে
যদি সে পথের ফল হয় সূদুরপ্রসারী।
তবেই হতে পারে বিজয়ী।
তারাই মানবের প্রণয়ী।
____বগুড়া ২৪/০৬/২০১১