হে নব জোয়ান, তুমি কেন চিন্তা কর?
তুমি থাকো শুধুই তোমার মত করে;
তোমার দৈনন্দিন ক্রিয়ার হাল ধরে।
মিছে মিছে শুধুই লোহার সংগে লড়!
হে নব জোয়ান, তুমি কেন চিন্তা কর?
কত চেষ্টা করেছ, সে কত রাত্রী ধরে;
তবুও সে কিঞ্চিৎ বাঁকেনি তোমার তরে।
একটু সহ্য কর ; একটু ধৈর্য ধর।
একদিন প্রখর রৌদ্রের দাবদাহে,
দাউ দাউ করে উঠবে তার চৌদিশে।
তবে সে কি আর পারবে, অক্ষুন্ন রহে?
খুঁজে পাবে নাকো আর অন্য কোন দিশে;
শুধু দাহে দাহে রুপ নেবে দীপ্ত লালে;
গলে গলে এসে যাবে তব পদতলে।