কবির মন কেবল ভরাবেগময়।
কবি কথা কয়, হাসে, একাকি কল্পনে।
কখনো করুন কান্না করে সে নির্জনে।
সুখে দুখে সম ভাবে চিন্তন সদয়।
কবির ব্যাক্তিত্ব মর্মে বাধা ত্যাগে নিরাময়।
তার সাম্যতা সুন্দর বোঝে পরিজনে।
কত নীতি-রত্ন-ধন আছে তার মনে।
কল্পনে জীবন-গল্প করে সজ্জাময়।
সবে হতে পারে দক্ষ তার স্ব-পেশাতে।
তবে কবি কেন দক্ষ হবেনা মমত্বে।
তার চিন্তা বড় ব্যস্ত নীতি কবিতাতে।
তাই গবেষণা করে সম্ভ্রমের সত্ত্বে।
কবির গৌরব নয় টাকা ধন রত্নে।
শৈল্পিক নীতি-মর্যাদা আছে কত যত্নে!
____ঢাকা ১৩/০৩/২০১৬