এই তো সেদিন'ই দিলি আমায় প্রমা;
"দু'দিনের মহিতে গড়াই মোরা নাম,
আত্মার প্রস্থানে রবেনা দেহের দাম।"
তবে কেন চুরি করে চলে গেলি রে মা!
আমি কি জিম্মি করে নিতাম নয়া জামা?
মিঠাই খাওয়ার বায়না ধরতাম?
নামি পুতুল খেলার খেলনা নিতাম?
তবে কেন চুরি করে চলে গেলি রে মা!
যাবার পূর্বে আমায় জানাতিস যদি,
জানি লাভ হবেনা; তবু সান্ত্বনা পেতে,
কিছু দিয়ে ঘিরতাম বাড়ীর চৌহদ্দি।
এমতিভাবে রইতাম দু'চক্ষু পেতে,
যেন আগে দেখিনি তোর ঐ শান্ত মুখ।
মাগো, তোর মুখ এনে দেয় শ্রেষ্ঠ শুখ।