বন্ধু মানে এমন একজন
যাকে হাত বাড়ালেই পাবে সারাক্ষণ।
বন্ধু মানে এমন একজন
যে দুরে থেকেও ভাববে আপন।
বন্ধু মানে এমন একজন
যার উদ্দেশ্য স্বার্থ নয়।
সর্বদায় সে চায়,
শুধু বন্ধুত্বের জয়।
কখনও কোন গ্লানি ভরা মুহুর্তে,
বন্ধুরাই দিতে পারে সান্ত্বনা।
বন্ধুরাই আগে বুঝতে পারে,
তোমার মনের যন্ত্রনা।
বন্ধুরাই পারে দেখিয়ে দিতে,
নতুন পথের নিশানা।
বন্ধরাই হয় বিপদের সঙ্গী,
তাও রেখ জানা।
একটুখানি বন্ধুর সহমর্মিতা
আর কিছু উৎসাহ নেয়া ;
এটাই তো হতে পারে
বন্ধু হয়ে বন্ধুর চাওয়া-পাওয়া।
বন্ধুরা সবাই করে গল্প-গুঞ্জন,
দেয় আড্ডা, করে ছুটাছুটি ;
হয়তবা দেখবে কখনো,
খুশির ভরে করছে লুটোপুটি।
এটাই তো বন্ধুত্ব।
এটাই তো বন্ধুর প্রতি বন্ধুর মমত্ব।
____বগুড়া ০১/০১/২০১২