আজ আবার আসল বিশে ফেব্রুয়ারি।
এই দিনে যে প্রতিফলনের দীপ্তিতে,
মনোহর ছবি এঁকেছিল রেটিনাতে ;
সে প্রতিফলক তুমিই ছিলে কুমারী।
আজ আবার আসল বিশে ফেব্রুয়ারি।
এই দিনেই যে আস্ফালনের হাসিতে,
নিউরনেরা স্ফীত হয়েছিল স্ফুর্তিতে ;
সে উৎপাদকও তুমিই ছিলে কুমারী।
পৃথিবীর পটে কোটি কোটি ছবিগুলো,
সেই স্থানটা দখল করতে পারেনি।
চক্ষুর সম্মুখে শত শত হাসিগুলো,
কখনো সেই স্ফুর্তিকে ডিঙ্গাতে পারেনি।
তোমার পরিপুরক নেই কথাটি সত্য ;
তাই তোমার স্মৃতিতে আজ আমি মত্ত।
____নিজ বাসবভন ১৬/০২/২০১৬