তুমি আমার প্রেম সীমানা
তুমি আমার সকল চাওয়া, প্রেম সীমানা,
স্বপ্ন ভাঙার কান্না তুমি, ভীষণ বিরহ বেদনা।
তবু কেন তুমি আসো না, দিগন্তের ওপারে?
তোমায় ছুঁতে চায় মন, সময় থেমে দাঁড়ায় যে দ্বারে।
তুমি আমার বেঁচে থাকার একমাত্র প্রেরণা,
রাতের আঁধারে তোমার নামেই গাঁথি প্রার্থনা।
তারারাও জানে, আমার হৃদয় জুড়ে তোমার বাস,
তবুও কেন এ দূরত্ব, কেন তুমি এত উদাস?
তুমি আমার ভোরের আলো, সন্ধ্যার নীরবতা,
তুমি ছাড়া জীবন যেন শূন্যতা আর একাকীত্বতা।
তোমার অপেক্ষায় কাটে দিন, রাত হয় দীর্ঘতর,
তুমি আসবে বলে মন গায় নিঃশব্দ প্রহর।
তুমি আমার রঙিন ক্যানভাস, আঁকা এক স্বপ্ন ছবি,
তোমায় হারালে জীবন হবে শুধুই নির্জন রবি।
তুমি আসবে একদিন, মুছে দেবে সব বেদনা,
তুমি ছাড়া প্রেম হবে না, হবে না,
তুমি আমার চিরকালীন প্রেমের একমাত্র সীমানা।