প্রিয় বন্ধু
রাখিও যতনে হৃদয়ও মাঝারে,
করিও স্মরণ মোরে কোনো প্রিয় প্রহরে,
একলা নিরবে, নির্জনে জোছনা-স্নানে।
খুব শীঘ্রই যাইবো মরে,
কাছে থেকেও রইবো দূরে,
খুঁজেও পাবেনা।
জানি, তোরা যাইবি ভুলে,
কাছে থেকেও রইবো দূরে।
ভুলেও কভু স্মরণ হলে,
কোরআন খানি করো রে,
কোরআন খানি করো।
আমার তরে আইবি তোরা,
সব বলিবে মরা ওরা।
সময় থাকিতে হুঁশ ফিরিলে,
দোয়া-দরুদ করো রে,
দোয়া-দরুদ করো।