তুমি আলো আঁধারে পূর্ণিমা ঢালো
রাত প্রহরে কবিতা লেখ,
বিষণ্ণ মনে আকাশ দেখো,
ফের শতবার আমায় ভাবো।
আমি এঁকেছি, কত বকেছি,
তবুও তো ভালোবেসেছি।
কাছে আসোনি, কভু হাসোনি,
দূর থেকেও কাছে ডাকোনি।
তুমি অন্য, মনহিন্ন ,
সব করেছি আমি ছিন্ন।
মোহ নীল, তুমি এক অভিন্ন,
তোমার চোখেতে আমার আকাশ আজ বিষণ্ণ।
তোমাতেই রেখেছি হৃদয়,
তবু রয়ে গেছে মোর কলঙ্ক।
সব ভুলেছি, তবু তুমি দাওনি মোর সঙ্গ।
শত বাহানা,
তবু শেষ দেখাটাও হল না।
আমার দেখা সব স্বপ্নরা
আজো কল্প ঘর বাঁধল না।
তুমি লক্ষ্মী, মধুমালতী,
আমার কপালে জুটলে না।
জীবন যে আজ বিন্দু,
পরাধীন ব্যথায় আমার মৃত্যু।
পলাশরাঙা মোহবৃত্তে
অদৃশ্য কত ক্ষত,
সময় চক্রে তৃষ্ণা পেলে
জ্যোৎস্না যাপন কর।