অলক সন্ধ্যেয়
গাঁয়ের টানে শহর ছেড়ে এলুম,
শহুরে হাওয়ায় মলিন আমি,
পথ হারিয়ে গেলুম।

বন্য ডাকে, আত্মা কাপে,
তবু বনের ধারে এলুম।

মৃতপ্রান্তের দগ্ধ ভূমির শূন্য আর্তনাদ,
মাথার উপরে বিষন্ন চাঁদটাও যেন বিরহে বেতাব।

মরণ বাতির নিভু আলোয়,
যেন এক মৃত প্রেতের ছায়া।
আহা মোহ মায়া, মোহ মায়া!

ধ্রুবতারার মৃদু আলোয় লক্ষ্মীপেঁচার ঝাঁক,
দীপ্ত জোনাকি রাতের সঙ্গী,
কভু প্রভাত নাহি হোক।

নাড়ির টানে, মাটির গন্ধে,
ফিরলাম আবার গাঁয়।
সব ছেড়েছি শহরতলী,
মুর্শিদ আমার সায়।