"শরতের শেষে দেখা করিস"

শরতের শেষে দেখা করিস,
পলাশের ডালে, শিউলির গন্ধে,
হেমন্তের মিষ্টি হাওয়ায় ভেসে,
এসে দাঁড়া আমার মনপুরের চন্দ্রে।

কাশফুলের নরম ছোঁয়ায়,
শীতের কুয়াশার আগমনে,
তুই যেন আসিস, সেই শেষ বিকেলে,
নীরব আকাশে আঁধারের আবরণে।

পাতা ঝরে পড়বে, তবু আমি থাকব,
তোর পথ চেয়ে অপেক্ষার চিহ্ন।
শরতের শেষে, হেমন্তের প্রথম আলোয়,
আমরা মিশবো প্রাচীন স্মৃতির রঙিন দিন।

দেখিস, ভুলে যাস না আমায়,
এ শরৎ তো বিদায়ের সুর বেজে যায়।
তুই আসিস, শেষ গানের মতো,
শরতের শেষে, নতুন আশা হয়ে, আসিস হেমন্তের ছোঁয়ায়।

~ নরকের কবি 💙🥀