আমার শুকিয়ে যাওয়া বুকের ভাঁজে কি খোঁজ তুমি,
সে কি সুগন্ধ মৌসুম,
নাকি ঝাঁঝালো নিকোটিন।

আমার হাতের রেখায়,
কি খোঁজো তুমি,
সে কি প্রনয় রেখা,
নাকি বিচ্ছেদের কাল ঝড়।

আমার চোখের দিকে তাকিয়ে কি খোঁজো তুমি,
সে কি শুধুই ভালোবাসা নাকি কুরুক্ষেত্রের আহ্বান।

আমার অগোছালো এ জীবন এ কি চাও তুমি,
সে কি শুধুই করুণা নাকি আমৃত্যু যন্ত্রণা।

আমাকে তোমার হারিয়ে ফেলার ভয়। নাকি, কাছে টেনে নেবার সংশয়।