প্রেম নরকের কবি, ব্যথার সুরে গাই,  
মনের অন্ধকারে ডুবে খুঁজে ফিরি প্রেমের আলো-ছায়া।  
প্রতিটি ভালোবাসা যেন এক বিষাক্ত ফুল,  
সুগন্ধ মেখে আসে, শেষে নিয়ে যায় সবকিছু ভুল।

তবু থামি না আমি, কলমে আঁকি ব্যথার রং,  
প্রেমের মায়ায় জড়ানো সেই বিষময় সঙ্গ।  
নরকের আগুনে পুড়েও মুছে যায় না প্রেম,  
তাকে ঘিরেই বেঁধেছি আমি আমার এই শোকের ঘের।

অবুঝ হৃদয়ে প্রেম আসে, নিয়ে আসে জ্বালা,  
তবু কবি হয়ে আমি আঁকি তারি রূপের খেলা।  
নরকের সেই আঁধারে খুঁজে পাই অমৃতের সুধা,  
প্রেমের ছলনায় বন্দি আমি, তারই এক পূজারী সদা।

যতই জ্বলে এই অন্তর, ততই বাড়ে আকুলতা,  
প্রেম যেন নরকের এক মধুর বিষাক্ততা।  
আমি সেই প্রেমের কবি, যন্ত্রণায়ও সুখ খুঁজি,  
এই নরকের প্রেমেই আমি আমার জীবন সাজাই পূর্ণ রূপে।