জানে, এই রাতের আঁধার
জানে ,,এই শহর।
জানে এই নিস্তব্ধতা, জানে এই প্রহর।
কত নিশি না ঘুমিয়ে পারি দিয়েছে;
দীর্ঘ এই প্রহর।
কাটে না নিশি, কাটে না প্রহর।
আসে না ঘুম আজ নয়নের কোণে।
বিছানা টা ছেড়ে এসে জানালার পাশে, বসে,লিখেছি আমি কত-শত কাব্য কবিতা গান।
গেয়েছি ,এক মনে ছন্ন ছাড়া তালে।
কেঁদেছি তোমায় ভেবে, চোখ মুছি নি আমি শুকিয়েছে বলে।
জ্বলন্ত সিগারেটের নিকোটিন এর ধোঁয়ায় বিস্তীর্ণ হয়ে আছে মস্তিষ্ক।
ক্লান্তির সাথে তোমায় নিয়ে ঘুমোতে চেঁয়েছিলাম,
আধো ঘুমে জেগে উঠে তোমাকে দেখলাম।
দেখলাম সেই অরুন্ধতী প্রবাদ,
দেখলাম সেই নিম্নোজীত মোহর।
আমি আবার জেগেছি,
জেগেছি আমি তোমার দেখার তৃষ্ণায়।