জানালায় বৃষ্টির ছটা হৃদয়ের কপাট খোলা,
তুমি আমি বসি মখোমুখি কিছু কথা যায়না বলা।
পাশে এসে হাত খানি ধরো এই বর্ষার ঋতু আগমনে,
নি:সঙ্গতার রিম ঝিম ভেঙ্গে দাও চোখে চোখ প্রেম নিবেদনে। এভাবেই বসি কিছু কাল যতো দিন বৃষ্টি না ফুরায়, ততো দিন নেশা লেগে থাক যতো দিন চোখ না জুড়ায়।
রাত আরো গভীর হলে বারে যেন বৃষ্টি ধারা , তুমি আমি শুধু জেগে রই কথা নয় কাব্য ছাড়া।
কতো কথা হয়নি আজো কতো স্বপ্নের বিমূর্ত নাচ, চোখে চোখে কতো কথা হয়! শিহরিত মুহূর্ত রাঙ্গা লাজ। আজ ভালোবাসো গো আমায় মায়া ভেঙ্গে একটু তাকাও, বর্ষার প্রথম বৃষ্টিতে তুমি আজ আমায় ভেজাও ।
বলেছে সে বৃষ্টিতে ভিজতে ভালোবাসে দুহাত মেলে, নাজুক কলমি লতার মতো মেঘের সরবোরে।
আমি তো মেঘের গোপন খবর আগাম জানতে পারি, হিংসায় জ্বলে পুরে মরি;
কতো দীর্ঘ হবে এবার আষাঢ় মাস?