"তোমার দিকে তাকিয়ে আছে রূপের মায়ায় অসংখ্য, অজস্র মেঘমালা"

ছোঁয়া দিয়ে যায়, দেখা দিয়ে যায় ভালবাসার ছোট্ট নীড়ে।

আমার দৃষ্টি তারকাতে গিয়ে ফিরে আসে,

তোমার মুখটা দেখে৷ তোমার প্রতিচ্ছবি ভাসে ওই তারকায়।

তোমার দু'চোখ দেখি ওই তারার মাঝে।

মর্তের শশী,

তুমি আকাশ-তারকার দেবী;

এ-ভূবনের শশী তুমি,

আমার হৃদয়ে তাই তোমার বসবাস।