এখনো তোমার প্রতিটা চাওয়ার মাঝে,
আমি-
আমাকেই খুজে পাই,
মলিন মুখের ভাষা আধো আধো কিছু ধ্বনি আওরায়,
যদিওবা তোমার সেই ইচ্ছার সমুদ্রে,
আমি সাঁতরাই,
তারপরও আমার মাঝে,
আমার প্রতিটা কথার ফাঁকে,
তোমার উপস্হিতি,
তুমি যতটা না ঐ আকাশের দিকে তাকাও,
আমি হয়তো তার চেয়ে বেশী তাকাই,
দীর্ঘশ্বাস যদিও আক্ষেপ রেখে যায় ।
আমি খুশি আছি,
খুশি আছি-
এই ভেবে যে,
আমি,
আমার প্রতিটা চাওয়ার মাঝেও তুমি ।
দীর্ঘ থেকে দীর্ঘতর ইচ্ছাগুলো,
স্বপ্নগুলো,
দু চোখে ভাসমান ।
ছুটে যাচ্ছি- যাচ্ছি,
হৃদয়ঘটিত উপমাগুলোকে,
বাস্তবে রূপ দিতে ।
বাস্তবকে কল্পনার মত সাজাতে,
তোমায় আমায় মিলে ।