সময়গত কিছু তথ্য,
যেগুলো বক্তিগত,
সেসবের ধারে কাছে কিছু অগোপনীয় সত্য,
আপন সত্তায় বিভোর হয়ে,
একবার চোখ বুজি,
এক মুহূর্তকাল অতিক্রান্ত হয়,
তারপর চোখ খুললে গতিপথ পাল্টে যায়,
নিয়তি এসে দাড়ায় চোখের সামনে,
বলে ভাগ্যে নাকি বিশ্বাস করতে হয়,
তারপরের ঘটনা খানিকটা এলোমেলো,
সেখান থেকে আমি অতি কষ্ট বের হই,
মলিন মূহুর্তগুলো চারপাশে দলবাঁধে,
সেই স্তুপ থেকে আলো দেখার অপেক্ষায়,
আর একটা সকাল হয়,
গন্তব্যপথ আরও কিছুক্ষণ বেড়ে যায়।
একটা একটা করে সকাল চলে যায়,
দুপুর তারপর বিকেল,
তারপর ঘড়ির কাটা হয়তো বলে উঠবে,
তোমার সময় শেষ।