আমি হঠাৎ-ই সেদিন চকিত হয়েছি,
মিয়ম্রাণ ঐ আঁখি থেকে যখন,
দু-এক ফোটা জল পড়ছিলো,
আমার মনে হচ্ছিল যেন,
তোমার কষ্টে আমার ভিতরটাও জ্বলছে,
একাকার হয়ে নিঃশেষ হয়ে পড়ছি,
সেই রাতে চাঁদও উঠেছিল,
অর্ধগোলাকৃতির !
যখন একা হাটছি,
বায়ুকণা এসে আমায় নিয়ে,
মহাশূন্যে চলে গেল,
একটু পরই নিজেকে আবিষ্কার করতে পারলাম,
আমি তোমার দৃষ্টির গভীরে ।
মনে মনে,
একা একাই চলে গেছিলাম,
শুধু ঐ চোখদুটিতে তাকাতে,
কিন্তু পারিনি-
চারপাশের মায়া আমায় আড়ষ্ঠ করেছিলো,
মনে মনেই দীর্ঘযাত্রা শেষে,
তুমি,
তোমার জন্য অপেক্ষমান,
আমি,
কতবার যে তলিয়ে যাই,
তার হিসেব মেলা ভার ।
তাই একা একাই,
মনে মনে দীর্ঘযাত্রা করি,
তোমার সাথে,
কবে আমি হাটব ?
তোমার পাশে,
একটু বসার জন্য আর, কতকাল,
কতকাল অপেক্ষা করতে হবে !?