অস্বাভাবিক সব অকল্পনীয়,
আমার চারপাশে,
স্মৃতির মলাটে,
পাশ ফিরে চলা,
একটু তাকানো,
সবকিছু মলিন হতে হতে,
কিছু একটার আশায়,
তোমায় নিয়ে সূদুর,
ভবিষ্যতের পথে গমন ।
এসব চিন্তার অস্তিত্ব,
শুধু আমার মাঝে,
তোমার ব্যাকুল নয়নে,
আলোকিত আমি কতবার যে,
সৃষ্টিশীলতায় মুগ্ধ হয়ে উঠি,
তার ব্যাখ্যাও দিতে অপারগ আমি ।
আমি কিছু বুঝতাম না,
সাধারণ বলো কিংবা,
আপেক্ষিকতা!
তোর কালো মেঘ,
কুয়াশায় ঢাকা,ঝাপসা হয়ে,
অকপটে আমায় ভেদিয়ে উঠে,
তোর কষ্টগুলো,
সেগুলোকে আমি আমার কাছে,
আমার জন্য আগলে রাখতে চাই,
তোর জন্য এক আকাশ ভরা তারা ,
সীমাহীন সুখ,
আমি কিনে আনতে রাজি আছি,
আমায় নিজেকে যদিওবা বিলিয়ে দিতে হয়,
তবুও তোর জন্য একটু হাসি আমি অনতে চাই,
হয়তোবা কখনও তোর,
আমায় মনে পড়বে,
আমি জানি-
হয়তো কোন একদিন আমার জন্যও,
তোর মনটাতে তীব্র বর্ষণ শুরু হবে,
আমার অনুপস্হিতি তোকে পোড়াবে,
কিন্তু তুই ভেবে নিস,
তোর জন্য এই আমি,
অদৃশ্য অস্তিত্বে তোকে আগলে রাখব,
যতটা সম্ভব,
এ আমার কোনো প্রতিজ্ঞা নয়,
কোন চেষ্টাও না,
তোর কাছে ভালবাসা প্রকাশের,
আমার নৈতিকতার ক্ষুদ্র প্রয়াস মাত্র ।