-কী চাই আমার কাছে?
-একটাই তো চাওয়া স্রষ্টাকে সাক্ষী রেখে!
-সেটা যে আমার দ্বিধা, আমার দোটানা, আমার ভয়!
-তারপরও সূদুর প্রান্তের অলিখিত বিন্দুর ন্যায় আশা বুকে জমা রয়েছে।
-স্বপ্নটা স্বপ্নেই রেখে দাও আমার মন বলছে আমি তোমার কবিতা হওয়ার যোগ্য নই।
-যোগ্যতা প্রমানের জন্য মনের ভয়কে আপন করতে হয় না, তোমার চারপাশের অদৃশ্যতা তোমায় আপন করে চাইছে, তবে মিছে কেনো আর্তনাদ করো?
-আবেগ কম......
-সেটা না হয় ভারাাম্যে রাখবো, তবুও সৌর প্রলয়ে হরিয়ে না যাওয়ার পন করতে হবে তোমায়।
-এত ভালোবাসো কেনো? কি চাও আমার কাছে?
-তোমার কছে যদি চাওয়াটাই মুখ্য হতো তবে তোমায় চাইতাম না।
-তবে কেন এতো ভালোবাসা দেখাচ্ছো? আমার কাছে দেবার মত কিছু নেই.....!
-শোনো তবে, তোমার কাছে অনেক কিছু চাই! সে চাওয়াগুলো এখনো জন্ম নেই নি, ভবিষ্যতে বলে যদি কিছু বিশ্বাস করো তবে সম্ভব্যতার চূড়ান্ত মাত্রায় সেসবের অস্হিত্ব।
-বিশ্বাস কি?
-বিশ্বাস তোমার অস্তিত্ব, তুমি আজও বেঁচে আছো,এটাই।
-আমার দরকার নেই ওসবের! চলে যাও!
-খুকি তাহলে এদিকে তাকাও?
-কিহ্, আমি খুকি?
-না, খুকি ডাকটা তোমার দৃষ্টির গভীরে যাওয়ার জন্য!
-যা বলবে সোজাসুজি...!
-সোজাসুজি বলতে গেলে আর এক শতাব্দী বাঁচতে চাই,অল্প সময় নিয়ে এসেছি।
-আমি তোমার থেকে দূরে থাকতে চাই, আমি ভালো না।
-সেটাই তোমার ভুল যেটা পরে তোমায় নিঃশেষ করে দেবে।
-আমি তাই চাই তোমাকে নয়!
-আগলে রাখতে হয়,যেটা তোমার কাছে আমার পাওনা, তুমি তোমার দায়িত্ব খেলাপ করছো।
-আমার দোষ অনেক তুমি চলে যাও!
-আমি চলে যাবো! আমার অদৃশ্য আমিকে ফেরত দিতে পার যদি তবে !
-অদৃৃশ্য কিছু অফেরতযোগ্য।
-আমি এখনো তোমার কাছে অদৃশ্য, তাই চলে যেতে বলোনা।..................
ভুলের উর্ধ্বে তুমি নও, আমিও নই।