আমিও জন্মেছি তোমাদের মত
কোন এক শুক্র বিন্দু হতে
মায়ের জঠরে,
আমারও আশা ছিল  
একটি স্নিগ্ধ সকালের
সুন্দর পৃথিবী দেখার
বুটের তলায় চিড়ে
একটি বাহু ছিড়ে
রক্তের ফিনকি ধারা,
আর বুলেটের আঘাতে
ঝাঁঝড়া করেছে আমার,
তোমার জন্ম এমন
কোন্ পৃথিবী সাজাতে?
আমার কান্না পৌঁছেনা
তোমাদের কর্ণকুহরে?
ওহে বিশ্ব মোড়ল
জবাব দাও,
আমার চাওয়ায়
কোন পাপ ছিল কিনা?
তোমাদেরও তো আছে
একটি বিশ্বাস
সেটি চেনার আগেই
কেনো মাটিতে মিশতে হলো?
বিশ্ব বিবেক কিছু বলো!!
জানি পারবেনা,
সে বিবেক তোমার মৃত
তোমার হাতও রঞ্জিত
কত জনকে তুমিও
করেছ বিস্মৃত।
আমার কান্না হাওয়ায় মিশে
দিচ্ছে বিনোদনের সুর,
নিস্ফল আমি, চেয়ে থাকি
তারিক বিন যিয়াদের দিকে!
যে বলবে পিছনে নাফ নদী
আর সামনে রঞ্জিত জনপদ
বেছে নাও, যে কোনটি
হয়, সাহস নিয়ে লড়বে
না হয়, কাপুরুষের
তকমা লাগিয়ে মড়বে
প্রাসাদ গড়বে নাফ সমাধির।।