আকাশের হুর ছেড়েছে জল
শুকনো পাতার নেমেছে ঢল
জমিন ভিজিয়ে মুছেছে পাপ
সবুজ রঙ আজি খুলেছে খাপ
তোরা আয় বৃষ্টিতে দেহ ভিজা
পাপ যত সব ধুয়ে যাবে সোজা
ঝাউ বনে কাঁচা ঘ্রাণ
স্বর্গ পোশাক দে পরিধান
বাঁশ বাগে নাচে পাখি
গ্লাণি ধুয়ে স্বপ্ন আঁখি
সুরের মূর্চ্ছনা কানে ভাসে
এ দিন যেন বারবার ফিরে আসে।।