প্রথম প্রহর দেখনা চেয়ে নতুন পৃথিবীর বলাকা,
হাসবে সেদিন আসবে যেদিন সোনালী স্বপ্নের ঝলকা।
চক্ষু বুঁজে আর কাঁদিসনে পাবি যে তোর ঠিকানা,
জান্নাতেরই গুল বাগিচায় মাঠ আছে নেই সীমানা।
বুকের ভিতর যতন করে দেখ্ জোসনা রাতের ছবি আঁকা,
প্রথম প্রহর দেখনা চেয়ে নতুন পৃথিবীর বলাকা,
হাসবে সেদিন আসবে যেদিন সোনালী স্বপ্নের ঝলকা।
হাজার চোখের জল ভাসিয়ে উড়াল দিয়েছো সংগোপনে,
কান্না মানুষের সবুজ জমিনে ফিরে পেতে চায় সবমনে।
ক্ষণজন্মে গড়লি শুধু হৃদয়েরই কত আশা ,
উড়াল দিলো খাঁচা ভেঙে মায়ার বাধন ভালবাসা,
উচু মানের পথ ছেড়ে বল যায় কি তারে ধরে রাখা।
আল্লাহ তুমি নিও তারে দিল রহমের কোলে তুলে,
অশ্রু জলে ভাসি শুধুই কেউ যেও না তারে ভূলে।
তোমরা সবাই চেয়ে দেখ রক্ত মাখা এলাকা।
প্রথম প্রহর দেখনা চেয়ে নতুন পৃথিবীর বলাকা,
হাসবে সেদিন আসবে যেদিন সোনালী স্বপ্নের ঝলকা।