মায়ের ভাষা
খুঁজতে গিয়ে,
বনের মাঝে
চলছি,

শির শিরিয়ে
হাওয়ায় দুলে,
কানে কথা
শুনছি।

বন বনানী
পাড়ি দিয়ে,
গেলাম ছুটে
নদীতে,

নদীর পানির
কল কলিয়ে,
মায়ের কথা
শুনিতে।

হাওড় বাওড়,
মাছের ভাষায়,
গানের মাঝে
ডুবছে।

ধানের বাইল
বাতাস লেগে,
সুরের বীণায়
দুলে
দুলছে।

বাড়ী ফিরে
বলছি কথা,
বাঁশের পাতার
সঙ্গে।

গরু বাছুর
হাম্বা ডাকে
মায়ের ভাষায়
তুঙ্গে।

যেথায় চলি
সেথায় দেখি,
মায়ের ভাষার
সম্মান।

আমার ভাষা
বাংলা ভাষা,
রাখব চির
অম্লান।