মনটা  আজ মাঝে মাঝেই ফুঁসলে উঠে।
নিজেকে মনে হয় নিঃস্ব, রিক্ত, মূল্যহীন ।
অযাচিত কষ্ট গুলো ভাবায়।
শুধু অলিক স্বপ্নের বসবাস ভালবাসা নামক কুঞ্জ তলে।
মন মাঝারে উথাল পাথাল সংঘর্ষের পাথর ভাঙ্গে।
কিসের টানে বারে বারে ফিরে দেখা।
নিমিষেই সব ভুলে যাওয়া একটু ছোঁয়ায়।
যাদুর মত তৃষ্ণা মিটাই এক চুমুকে।
আহাম্মকির এই হৃদয়ে জন্মে আছে বিশালতা।
অন্ধকারেও জ্বলতে থাকা সলতে টাকে টিম টিমিয়ে জাগিয়ে রাখা।
কি নিদারুণ শূন্যতা এ… !
পথের মাঝে পথ হারাতে বড়ই দ্বিধা।
অক্টোপাসের ছায়ার সাথে বসত বাঁধা।
উপড়ে ফেলে ,শেকল ভেঙ্গে বাক ঘুরাতে  ইচ্ছে করে ।
কিসের বাঁধা কিসের দ্বিধা বলতে পার !!
আচমকা সব ঢেউয়ের তোরে ভাসিয়ে দিব
আগুন ঝরা দুপুর টাকে থামিয়ে দিব
লজ্জা রাখুক তাদের বুকে
যারা শুধু ঢেউ গুনেছে
তপ্ত দুপুর, সন্ধ্যে বেলা রঙ খেলেছে
আমার সাথে…।
আমার মাখন হৃদয় টাকে ইচ্ছে খুশি
শেপ দিয়েছে ,তালুইয়ে মথে ফুল করেছে
ডিপ ফ্রাইয়ে মিষ্টি মেখে আদিখ্যেতার সূর তুলেছে।

আর কত…? ক্ষণে ক্ষণে  আপন খোঁজে পথ হারাবো…?