কবি মানুষ তুমি
গানের মানুষ তুমি
পথভোলা মানুষ তুমি
পথহারানো পথিক তুমি
সবমিলিয়ে ভাল মনের মানুষ তুমি
..........................................
কুড়ি বছর আগে তোমার সাথে দেখা হয়েছিল ৪থ্ তলায়
কুড়ি বছর আগে এই হাত ধরতে তোমার ছিল ভ্য়
কুড়ি বছর আগে তোমার হাসি দেখে হয়েছিলাম ব্যাকুল
কুড়ি বছর আগে তুমি দেখতে যেমনটি ছিলে আজও তেমনি আছো