আমার শূন্য হৃদয় ছিল আবেগে ভরপুর
আমার শূন্য হৃদয় ছিল উন্মাদনায় ভরা
আমার শূন্য হৃদয় ছিল তোমাকে পাবার জন্য আকুল
আমার শূন্য হৃদয় ছিল তোমাকে দেখার জন্য ব্যাকুল
আমার শূন্য হৃদয় ছিল তোমাকে ছোঁয়ার জন্য অধীর
আমার শূন্য হৃদয় আজ শূন্যই রয়েছে তা যে পূরণ হবার নয়