আমাকে খুঁজ়তে যেও নাহ
আমাকে ভাবতে যেও নাহ
আমাকে চিনতে যেও নাহ
আমাকে ধরতে যেও নাহ
আমাকে যে আর পাবে নাহ
আমি যে যাব চলে অনেক দূরে
যেখানে গেলে আর আমাকে খুঁজে পাবে নাহ
যেখানে গেলে তোমাকে আর আমার কথা ভাবাবে নাহ
যেখানে গেলে আর তুমি আমাকে চিনতে পারবে নাহ
যেখানে গেলে আর তুমি আমাকে ধরতে পারবে নাহ