আমি স্বাথপর দলে ভিড়তে চাহি নাহ;আমি নিঃস্বাথভাবে তোমাদের উপকার করতে চাহি।আমি লোভী মানুষ হতে চাহি নাহ;আমি নিলোভ হয়ে বেঁচে থাকতে চাই তোমাদের মাঝে।আমি ঘৃন্যা করতে চাহি নাহ;
আমি তোমাদের ভালবেসে যেতে চাই জীবনভর।আমি কাপুরুষ নামে পরিচিত হতে চাহি নাহ;আমি বীরপুরুষ হয়ে মাথা উঁচু করে দাড়াতে চাহি নাহ।তোমরা আর কেহ নাহ ;তোমরা পৃথিবীর বুকে বেঁচে থাকা অসহায় মানুষগুলো।